Posts

Showing posts from November, 2018

চলুন ঘুরে আসি পুরুলিয়া

যদি শহরের জীবন নিয়ে হাসফাস হয়ে পড়েছে তাহলে এই লেখা টা আপনার জন্য , শহরের ব্যস্ত জীবন কার আর ভালো লাগবে , চুলন এই শীতে ঘুরে আশা যাক পুরুলিয়া 

এক পলাশ বৃষ্টি

Image
 একপলাশ বৃষ্টি সেই বর্ষারদিনে মেঘভাঙাবৃষ্টি তুমি আর আমি রয়েছি খুব কাছকাছি শীতল বাতাসে প্রেমের শিরোহন বয়েযায় এই শরীরে, সেই বৃষ্টিভেজা হাতদুটোর জড়িয়েধরার প্রথম অনুভূতি, সেই শীতলবাতাস থেকে তোমাকে রক্ষার চেষ্টা, তোমার নিঃস্বাস আমার বুকে এসে স্পর্শও করছে ,তোমার ঠোঁট দুটো আরো যেন লালচে হয় উঠেছে,শীতল বাতাস যত জোরে বয় আমার মনে হতে লাগলো তুমি আমাকে ততখানি জড়িয়ে ধরতে লাগলে ...... বিকেল তখনও বাকিছিল, না খুব তারাতারই চলে আসলাম ,ফোনটাও বাড়িতে ভুলে চলে এসেছি এখন যে কি করি ,ও তো আসবে বলেছে আজ , না চলে আসবে এখুনি আর একটু দেখি , আকাশের অবস্থাও ভালো না, ইস যদি ফোনটা আনতাম তাহলে ফোনে করে বলে দিতাম যে আজ আর আসতে হবে না, বৃষ্টিও শুরু হলো এই ,কি যে করি ভেবেপাচ্ছি না , ও ঠিক মতো আসতে পারবে তো ,অনেকটা পথ রাস্তাও ভালো না খুব যানবাহন চলাচল  , কথাটা ভাবতেই কেমন যেন ভয়পেলাম, না কিছু হবে না ওরকম ফালতু ভেবে কিছু লাভ নেই , নিজে নিজেকে সান্তনা দিতে লাগলাম তাও বুকের স্পন্দন টা বেড়েই চলল, আর মনে মনে রাগ ও হতে লাগলো এত লেট হচ্ছে কেন ও , যদি ও আমি সব বার লেট হই তাই এইবার আমি খুব তারাতাড়ি চ...

New technology

Image

শিশির ভেজা সকাল।

Image
দিনটা শুরু হোক শীতের বিন্দু বিন্দু শিশির এর স্পর্শে ।। সুপ্রভাত বন্ধু

এক পলাশ বৃষ্টি

Image
তুমি সেই আমার একপলাশ বৃষ্টি