Posts

Showing posts from December, 2018
Image
                          RAGGING জানিনা রাত তখন কত , বিছানার পাশে রাখা মোবাইলে কয়েক বার আমার প্রিয় রিংটোন টা বেজে উঠলো , ঘুম ঘুম চোখে দেখলাম প্রকাশ কল করেছে । জয়ন্ত ছেলেটার বয়সে খুব বেশি না এই বছর মনে হয় কুড়িতে পা দেবে ,আমার সাথে পরিচয় হয় একটা বন্ধুর মেসএ থাকাকালীন ,প্রথম প্রথম ওকে দেখে আমি  ভেবেছিলাম বোধয় খুব অহংকারী ও ,তাই হয়তো কথা বলতে চাইছিলনা  , কিন্তু পরে বুঝতে পারলাম যে ওর একটা কানের খুব সমস্যা রয়েছে বলতে গেলে ঠিকমতো শুনতে পায়না, আমার নিজের কেমন যেন একটা খারাপ মনে হতে লাগলো নিজেকে নিয়ে ,,যাই হোক পরিচয় টা করে নিলাম ,সেই থেকে আমাদের বন্ধুত্ব , ছেলেটা মন্দ নয় ,খুব হাসিখুশি ও যত খান আমার কাছে থাকে যত খান আমার আড্ডা দিই, একটা জিনিস আমি ভালো করে লক্ষ করেছিলাম যে ও নিজের জীবন নিয়েও যতটাই খুশি ছিল , ততটাই বিষন্ন ছিল ও ওর নিজের স্কুল ও কলেজ জীবন নিয়ে , কারণটা হয় তো আমাকে আর বুঝিয়ে বলতে হবে না আপনাদের , স্বাভাবিক ভাবেই ওর কানে কম সোনাটা ওর জীবনের সবথেকে বড় একটি নেগেটিভ দিক ছিল যার জন্য ওর নিজের ফ্...