RAGGING জানিনা রাত তখন কত , বিছানার পাশে রাখা মোবাইলে কয়েক বার আমার প্রিয় রিংটোন টা বেজে উঠলো , ঘুম ঘুম চোখে দেখলাম প্রকাশ কল করেছে । জয়ন্ত ছেলেটার বয়সে খুব বেশি না এই বছর মনে হয় কুড়িতে পা দেবে ,আমার সাথে পরিচয় হয় একটা বন্ধুর মেসএ থাকাকালীন ,প্রথম প্রথম ওকে দেখে আমি ভেবেছিলাম বোধয় খুব অহংকারী ও ,তাই হয়তো কথা বলতে চাইছিলনা , কিন্তু পরে বুঝতে পারলাম যে ওর একটা কানের খুব সমস্যা রয়েছে বলতে গেলে ঠিকমতো শুনতে পায়না, আমার নিজের কেমন যেন একটা খারাপ মনে হতে লাগলো নিজেকে নিয়ে ,,যাই হোক পরিচয় টা করে নিলাম ,সেই থেকে আমাদের বন্ধুত্ব , ছেলেটা মন্দ নয় ,খুব হাসিখুশি ও যত খান আমার কাছে থাকে যত খান আমার আড্ডা দিই, একটা জিনিস আমি ভালো করে লক্ষ করেছিলাম যে ও নিজের জীবন নিয়েও যতটাই খুশি ছিল , ততটাই বিষন্ন ছিল ও ওর নিজের স্কুল ও কলেজ জীবন নিয়ে , কারণটা হয় তো আমাকে আর বুঝিয়ে বলতে হবে না আপনাদের , স্বাভাবিক ভাবেই ওর কানে কম সোনাটা ওর জীবনের সবথেকে বড় একটি নেগেটিভ দিক ছিল যার জন্য ওর নিজের ফ্...
Posts
Showing posts from 2018
এক পলাশ বৃষ্টি
- Get link
- X
- Other Apps
একপলাশ বৃষ্টি সেই বর্ষারদিনে মেঘভাঙাবৃষ্টি তুমি আর আমি রয়েছি খুব কাছকাছি শীতল বাতাসে প্রেমের শিরোহন বয়েযায় এই শরীরে, সেই বৃষ্টিভেজা হাতদুটোর জড়িয়েধরার প্রথম অনুভূতি, সেই শীতলবাতাস থেকে তোমাকে রক্ষার চেষ্টা, তোমার নিঃস্বাস আমার বুকে এসে স্পর্শও করছে ,তোমার ঠোঁট দুটো আরো যেন লালচে হয় উঠেছে,শীতল বাতাস যত জোরে বয় আমার মনে হতে লাগলো তুমি আমাকে ততখানি জড়িয়ে ধরতে লাগলে ...... বিকেল তখনও বাকিছিল, না খুব তারাতারই চলে আসলাম ,ফোনটাও বাড়িতে ভুলে চলে এসেছি এখন যে কি করি ,ও তো আসবে বলেছে আজ , না চলে আসবে এখুনি আর একটু দেখি , আকাশের অবস্থাও ভালো না, ইস যদি ফোনটা আনতাম তাহলে ফোনে করে বলে দিতাম যে আজ আর আসতে হবে না, বৃষ্টিও শুরু হলো এই ,কি যে করি ভেবেপাচ্ছি না , ও ঠিক মতো আসতে পারবে তো ,অনেকটা পথ রাস্তাও ভালো না খুব যানবাহন চলাচল , কথাটা ভাবতেই কেমন যেন ভয়পেলাম, না কিছু হবে না ওরকম ফালতু ভেবে কিছু লাভ নেই , নিজে নিজেকে সান্তনা দিতে লাগলাম তাও বুকের স্পন্দন টা বেড়েই চলল, আর মনে মনে রাগ ও হতে লাগলো এত লেট হচ্ছে কেন ও , যদি ও আমি সব বার লেট হই তাই এইবার আমি খুব তারাতাড়ি চ...